হাতের মুঠোয় হাত রেখেছি
ওষ্ঠে নিয়েছি সুখ
ভালোবাসায় জলতরঙ্গ
ভুলেছি সকল দুখ।

চোখের কাজলে অনামিকা সুখ
ভাঙছে হৃদয় পাড়
জোৎস্নার নদী কলতান করে
ভালোবাসায় নত ঘাড়।

        ******