মা
আমি
ডাক্তার
তবুও মা
ওরা সবাই
ছিঁড়লো শরীর
ভোগের পণ্য ভেবে
ফালা ফালা করে দিল
দেহের গোপন আস্তানা।
ধর্ষণে উত্তাল  সারা দেশ    
নারী সম্মান  হল  ভূলুণ্ঠিত  
এ কোন দেশ আমার জন্মভূমি?
সভ্যতা  আজ মুখ লুকিয়ে হাসছে  
মধ্য রাতে জেগে উঠল নারী বাহিনী
মোমবাতির আলো  হয়ে উঠল মশাল।

     *****

রচনাকাল -
১৮ই আগস্ট ২০২৪