স্বাধীনতার বারান্দায় একাকী উদাসী সৈনিক
কুমারচন্দ্র চির উপেক্ষিত মহাপ্রাণ
সব অভিমান কাব্য হয়ে যায় -
সব ধর্মের মানুষের জন্যে তার করুণ আর্তি।
নারী শিক্ষায় তিনি ছিলেন পথিকৃত
তবুও স্বাধীনতার পাণ্ডুলিপিতে তিনি যেন অনাহূত
যেন গোত্রহীন পরাজিত সৈনিক -
ইতিহাসের জীর্ণ পাতায় স্বর্ণাক্ষরে লেখা নেই সেই নাম
উপেক্ষিত মহাপ্রাণ কুমার চন্দ্র জানা।
স্বাধীনতার উৎসব থেকে চিরকালই ব্রাত্য
যাদের সংগ্রাম ক'জন বা মনে রেখেছে
ইতিহাসের পাতার মধ্যে বিবর্ণ ধূসর মুখ
কুমার চন্দ্রের কতো বিপ্লবী নিঃশব্দে হারিয়ে গেছে।
******
রচনাকাল -
১ ডিসেম্বর ২০২৩