যারা সুখের প্রত্যাশায় পথ হাঁটে
আমি তাদের দলে নই
পথ হেঁটেছি অনেককাল...
সুখের জন্যে নয়, বেঁচে থাকার জন্যে।
বসন্ত এসেছে জীবনের নদীতে
শিমুল পলাশ আবীরের রঙে লাল
কোকিল সুখ জানে না -
তবুও বসন্ত এলেই সুখের গান গায়।
মরা নদীও স্রোতস্বিনী হয় বর্ষার মেঘের স্পর্শে
সুখ খুঁজতে খুঁজতে ক্লান্ত সব্বাই -
বসন্ত ঋতু, মরা নদী এরা সুখ খোঁজে না
সুখ ধরা দেয় প্রকৃতির নিয়মেই জলতরঙ্গের মতো।
******
রচনাকাল -
২৩শে ফেব্রুয়ারী ২০২৫