তরী বেয়ে চলেছি সবাই
কারুর হাসি মুখ
কেউ বা আবার মুখ শুকিয়ে
খুঁজছে কোথায় সুখ।
মাটির পৃথিবী দুঃখ কান্না
দিচ্ছে কপালে লিখে
ভোর বাতাসে লেগেছে গ্রহণ
মানুষ যাবে কী শিখে!
জীবন তরী বাইতে গিয়ে
শরীর হচ্ছে ক্ষয়
বুক চিতিয়ে বাঁচবো কবে
হৃদয়ে লুকিয়ে ভয়।
শিশির ভেজা ঘাসের বুকে
জীবন খুঁজে পাই
রাত্রি হলেই ভোর আসবে
কোথায় দু'মুঠো পাই!
তরী বেয়ে চলতে গিয়ে
দেখি শিউলি ভোর
কাশফুল হাসে আগমনী গানে
খোলো হৃদয় দোর।
******
রচনাকাল -
০৪ অক্টোবর ২০২৩