মেঠো পথ দিয়ে হেঁটে যায় রোদ্দুর
মেঘও পিছু পিছু হাঁটে -
মেঘ রোদ্দুরের খেলা চলছে সারাদিন
মাঝে মাঝে এক পশলা বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে প্রান্তর।

জীবনের হাটে মানুষ মূল্যহীন -
মানুষকে প্রতীক্ষা করতে হয় বৃষ্টির জন্যে
বৃষ্টির ছোঁয়া পেলেই তবেই হাসি ফুটবে অসুখী মুখে
অগোছালো জীবনকে গুছিয়ে দেয় কৃষিকাজ।

ছন্দে ফেরে জীবন একটু একটু করে
সব অন্ধকার কেটে যাবে ভোর পাখিদের কলতানে
একমুঠো সুখ বুকের পাঁজরে কিচিরমিচির করে
জীবনের হাটে কেউই পণ্য হতে চায় না।

          ******

রচনাকাল -
১৬ই জুলাই ২০২৪