শরীরে বাত ফুলছে গাঁট
এখন খুবই শীত
আশি বছরের বৃদ্ধ বলছে
নড়ে গেছে সব ভীত।
একটা সময় খেলতো মাঠে
সবাই দিতো তালি
সাবাস সাবাস বলতো মানুষ
এখন চোখের বালি।
একটি মেয়ে বাসতো ভালো
হয়েছে জীবনসঙ্গী
রণংদেহী মেজাজ এখন
দেখায় নানান ভঙ্গী।
ভালোবাসা উবে গেছে
জীবনের নেই দাম
ফিরেও আজ কেউ দেখে না
ফেলে অশ্রু ঘাম।
কালের স্রোতে যায় হারিয়ে
যতো আছে অভিমান
আশি বছর কম কথা নয়
জীবন বলিদান।
*****
রচনাকাল
৭ ডিসেম্বর ২০২৩