শীতের সুখ নিয়েছে বিদায়
এবার গরমে জব্দ
লোডশেডিংয়ের বাড়বে দাপট
মুখে থাকবে না শব্দ।

দখিনা হাওয়ায় জুড়াবে প্রাণ
এমন আশা কই
সুখের জীবনে অসুখ লিখেছো
পাবে না কোথাও মই!

জীবনের সিঁড়ি নড়বড় করে
ছন্দ জীবন শেষ
বাড়ছে অসুখ হৃদয় গভীরে
আজীবন রইবে রেশ।

সিঁড়িতে ভাঙন হৃদয়ে দহন
সব যেন পরিহাস
শীতের রোদ্দুর নিয়েছে ছুটি
মানুষই খায় ঘাস।

শিশির ভেজা ঘাসের বুকে
বসন্ত দিনের গান
সুখের মিছিলে গরমের জ্বালা
খুঁজছে সবুজে প্রাণ।

      *****

রচনাকাল -
২০শে ফেব্রুয়ারী ২০২৫