হাসি মুখে বসে আছে বসন্তের বিকেল
পাতা ঝরছে দখিনা বাতাস গায়ে লাগতেই
সাদা কুয়াশায় ঢেকে গেছে জীবনের উপত্যকা।

তবুও অনেক ভোরে উঠে পড়ে বহু মানুষ
জীবিকার তাগিদে ছুটছে সব্বাই -
কেউ বসে নেই, জীবন যেন যন্ত্র।

ফাগুন হাওয়ায় মুক্তির শ্বাস নেয়
শীত পেরিয়ে বসন্ত হেসে বলে, শীতের কষ্ট শেষ
ধীরে ধীরে বেলা বাড়ছে সাথে সাথে উত্তাপও ...

ঋতু বদলে যায় সময়ের স্রোতে ভেসে
পতঙ্গের মতো মুক্ত ডানায় আকাশ দেখতে চায়
তবুও থমকে দাঁড়িয়ে আছে মধ্যবিত্ত মানুষের ভবিষ্যৎ।

              *******

রচনাকাল -
২০শে ফেব্রুয়ারী ২০২৪