অভুক্ত জানালায় যত্নহীন মরিচার দাগ
ক্ষয়ে যায় বিবর্ণ রোদ্দুরে -
তবুও জীবনের খেয়াঘাটে থমকে দাঁড়ায় মিছিল
ছন্নছাড়া সংসারের মতো ক্ষত বাড়তে থাকে চিরকাল।

আধভাঙা চাঁদের আলোয় অন্ধকার কাটে না
জোনাকির সংসারে আলো থাকে সব সময়
মানুষের অমানিশি কাটে না কখনও...
চোখের জলে কান্না লিখলে কাব্য হয়ে যায়।

শূন্য থেকে জীবন শুরু করে মানুষ
শূন্যটা বাড়তে বাড়তে আর এক বড় শূন্যের মুখোমুখি
বিরামহীন পরিশ্রম করেও ঋণ শোধ হয় না
এক আলোকবর্ষ থেকে আর এক আলোকবর্ষে এসেও ...

            ******

রচনাকাল -
৫ই মার্চ ২০২৪