ভোরের আলোয় পথ চলেছি
এখনও জাগে নি পাখি
ঘুমিয়ে আছে পথ শিশুরা
কষ্ট লুকিয়ে রাখি।

জীবন থেকে হারিয়ে গেছে
সুখের বসত ভিটা
চোখের জলে কান্না লিখে
ভাবছো কান্না মিঠা?

পথিক মানুষ দেখে না ফিরে
কান্না ভেজা মাটি
অনাথ শিশুরা কোলাহল করে
ওরাই আজও খাঁটি।

ধূসর জীবন আঁধারের পথ
আসে কখনও ভোর
এভাবেই বয়ে দুঃখ নদী
পাই না মনেতে জোর।

সূর্যোদয়ের প্রথম আলো
সবাই হয়েছে রুদ্ধ
নতজানু হয় পরাজিত মন
জীবন মানেই যুদ্ধ।

       *****

রচনাকাল
১৫ ফেব্রুয়ারী ২০২৪