ছুটছে মানুষ ছুটছে সময়
ফুরিয়ে আসছে দম
একটু জিরিয়ে নিতেই হবে
সময় বোধহয় কম।

ভোরের শিশির দেয় ভিজিয়ে
ওষ্ঠ শুকিয়ে কাট
ছুটতে ছুটতে ক্লান্ত সবাই
সামনে ধূসর মাঠ।

জীবন থেকে হারিয়ে গেছে
শিউলি শরৎ ভোর
রোজ দুবেলা যাচ্ছে জুটে
কাটবে না আর ঘোর।

নীল আকাশে ঘুড়ির মেলা
জীবন কাটা ঘুড়ি
যতই ছোটো দেখবে শেষে
পাবে পাথর নুড়ি।

ছুটছে মানুষ ছুটছে সময়
নেই রক্ত ঘাম
কান্নাগুলো মিছিল করে
নেই জীবনের দাম।

      ******

রচনাকাল  -
১৩ অক্টোবর ২০২৩