দিনের আলোয় মেঘ জমেছে
ঝরছে অঝোরে বৃষ্টি
শরৎ আকাশ মেঘের ভেলায়
এবার হবেই সৃষ্টি।
ভোরের শিশির হারিয়ে গেছে
শরৎ মেঘের জলে
পুজোর ক'দিন যাবেই ভালো
থাকবো কোলাহলে।
শরতের মেঘে বৃষ্টি হবে
আবার যাবে ফিরে
মেঘ রোদ্দুর বৃষ্টি খেলা
হাসবো মাকে ঘিরে।
শরতের আলো ছড়িয়ে পড়ুক
সবার দুঃখী মুখে
আগমনী গানে হৃদয় মাতায়
থাকবো সবাই সুখে।
কষ্ট করে বাঁচাই জীবন
লাগুক সুখের ছোঁয়া
জীবন হল একটি নদী
কিছু তো যাবেই খোয়া।
******
রচনাকাল
৩০ সেপ্টেম্বর ২০২৩