হিমেল হাওয়া লুকোচুরি মেঘ
জীবন বিবর্ণ খাম
মাঠের বুকে সোনালী ধান
নেই মানুষের দাম।

অবুঝ আকাশে কান্না লেখে
ফোঁটা ফোঁটা ঝরে বৃষ্টি
বিষাদ মেঘে অসুখের জ্বর
ধ্বংসের পরে সৃষ্টি।

      *****