বাজি কারখানায় বিস্ফোরণ হয়
শ্রমিক মজুর খতম
সবাই বলে কিচ্ছু জানি না
বহু মানুষও জখম।
আইন দেখায় বুড়ো আইন
মালিক মুচকি হাসে
মৃত্যুর দায় কে যে নেবে
গরীবই শুধু ফাঁসে।
ঘরেতে অভাব ছাড়ে না পিছু
সংসারে বাড়ে ঋণ
অশনি সংকেত জেনেও মানুষ
চিরকাল থাকবে দীন!
হঠাৎ মরণ বিপদের ফাঁদ
জেনেও করে কাজ
দুঃখের রোদে পুড়ছে মানুষ
সকাল থেকে সাঁঝ।
বাজি বিস্ফোরণ এখানে সেখানে
তবুও বাজির মেলা
অবেলার মেঘে আকাশ ঢাকা
জীবন বাজির খেলা।
*******
রচনাকাল -
৮ই ফেব্রুয়ারী ২০২৫