তপ্ত গরম বিপদ চরম
শুকিয়ে যাচ্ছে গলা
বুকের পাঁজরে মরা ইতিহাস
বিপদ মাড়িয়ে চলা।

তপ্ত দহনে পুড়ছে শরীর
প্রকৃতির একি রূপ
সবুজ বনানী ক্রমশ নিথর
জীবন অন্ধ কূপ।

মুক্ত আকাশে বৈশাখী মেঘ
দেয় না আজও ধরা
ভাবছে মানুষ কান্না শুকিয়ে
এবার আসবে খরা।

সুখের জীবনে আঁধার কাব্য
লিখতে লিখতে সন্ধ্যা
ভোর বাতাসে মধুর ধ্বনি
ভেবো না জীবন বন্ধ্যা!

আগুনের রঙ সবুজ হলেই
মানুষ পাবে শান্তি
যতই তোমরা করো পরিশ্রম
আসবে না কোনো ক্লান্তি।

       ******

রচনাকাল -
২০শে ২০২৪