গাছের ডালে মদন বসে
পাড়ছে কাঁচা আম
পাহারা দিচ্ছে খগেন খুড়ো
আমের বড্ড দাম।

ঝড়টা এলেই যাবে পড়ে
থাকবে না আর কিছু
মদন কালু হাততালি দেয়
ছুটছে আমের পিছু।

ঝড়ের কথা ভেবেই খুড়োর
মাথায় পড়ে বাজ
আম গাছগুলো ফাঁকা হবে
থাকবে না কোনো কাজ।

কালু মদন ঘুরঘুর করে
বাগানের চারি ধার দিক
কখন উঠবে আবার ঝড়
করবে না আম ভিখ।

লাঠি নিয়ে তেড়ে আসে
ওঠে মাথায় রাগ
ধরতে যদি পারি একবার
পিঠে কাটবো দাগ।

      *****

রচনাকাল -
২২ই মে ২০২৪