সব ঋণ হবেই শোধ
এমন আশা নাই
কঠিন জীবন পোড়া কপাল
দু'মুঠো ভাত চাই।
রাত্তির হলে আসে না ঘুম
শুধুই জোনাকি রাত
পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি
হাঁড়িতে কোথায় ভাত?
দুঃখের দিন হবে অবসান
ফসলের মাঠ ফাঁকা
শীতের পরেই বসন্ত দিন
দু'চোখে স্বপ্ন আঁকা।
ঝলসানো রুটি রাতের তারা
কঙ্কাল কথা কয়
বোবা কান্নায় ভাঙছে কপাল
গরীবের নেই ক্ষয়!
ভোরের আলোয় জীবন কাব্য
চোরা বালির চর
নীল রোদ্দুর উঠোন জুড়ে
কোথায় সুখের ঘর?
******
রচনাকাল -
১৪ই ফেব্রুয়ারী ২০২৫