জোনাকি আলো ঝিমিয়ে পড়ে
ভোরের শিশির ঝরে
টাপুর টুপুর বৃষ্টি দিনে
শৈশব মনে পড়ে।

স্বপ্ন গুলো যাচ্ছে ভিজে
ঝলমল করে ভোর
হৃদয় নদীতে এসেছে জোয়ার
কাটছে অতীত ঘোর।

খোলা জানালায় বৃষ্টির ঝাট
স্বপ্ন লুটে নেয়
বুকের মাঝে সোনালী সকাল
বারেবারে উঁকি দেয়।

শিশির ছোঁয়ায় শরৎ আসে
দোল খায় কাশফুল
আগমনী গান আকাশে বাতাসে
স্বপ্ন দেখাই ভুল।

কলতান করে ভোরের পাখিরা
জননী আসছে ঘরে
কতো আয়োজন কতো রোশনাই
সবই তোমার তরে।

      *****

রচনাকাল - ৫ সেপ্টেম্বর ২০২৩