বারো মাসে তেরো পার্বণ
বাঙালীর উৎসবের অন্ত নেই
জামাইষষ্ঠী এখন অন্যতম উৎসব হয়ে গেছে।

বাজার আগুন
মাথায় হাত গৃহকর্তার
তবুও হাসি মুখে কিনতে হবে সবকিছুই।

জামাই আদর করতেই হবে
পকেট ফাঁকা, দম বেরিয়ে যায়
সবার আর্থিক অবস্থা সমান নয়।

ফলমূল মিষ্টি মাংস সবই প্রায় দ্বিগুণ দাম
কিন্তু উপায় কী, জামাইষষ্ঠী বলে কথা
দাম বৃদ্ধি যতোই হোক, জামাইষষ্ঠী বন্ধ হবে না কখনও।

          *******

রচনাকাল -
১২ই জুন ২০২৪
( জামাইষষ্ঠীর দিন লেখা )