ভেবেছিলাম সবকিছু জলাঞ্জলি দেবো
কিন্তু সবকিছু কী জলাঞ্জলি দেওয়া যায়?
নতি স্বীকার করতে করতে ঘাড়টাই বেঁকে গেছে
গরীবের আবাস ভূমিতে অবরুদ্ধ জ্যোৎস্না ঢোকে না।
শীতের কুয়াশা ছিঁড়ে ভোর হয়
পৌষের রোদ্দুরে উত্তাপ খুঁজে পাই না
তবুও রোদ্দুর খুঁজে মরি সারা জীবন
ইতিহাসের পাতায় পাতায় গরীবের মৃত কান্না লেখা থাকে।
জলাঞ্জলি দিয়েছি নিজেদের নথিপত্র
বেঁচে থাকার জন্যে একটিও আস্তানা নেই
খোলা আকাশের নীচে কান্নার কবর খোঁড়া হয়
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যায় গরীব গরীবই থাকে চিরকাল।
******
রচনাকাল -
১৭ই ডিসেম্বর ২০২৪