আসছে পুজো হাসবে মানুষ
এমন করছি  আশা
বন্যার জল যাবে শুকিয়ে
গড়বো সুখের বাসা।

নদীতে প্লাবন ভাসছে জীবন
ঘুম নেই তো রাতে
ভাঙনের মুখে দাঁড়িয়ে মানুষ
কেউ তো নেই সাথে।

পুজোর ক'দিন দুঃখ ভুলে
হাসার ছিল কথা
বন্যা এসে বাড়িয়ে দিল
হৃদয়ের যতো ব্যথা।

শিউলি ফুল কাশের মেলা
সবার মুখে হাসি
কাড়লে হাসি শুধু মানুষের
দুঃখটা রাশি রাশি।

ওমা দূর্গা জগৎ জননী
সুখের আশাতে ছাই
তোমার আঁচলে দিও আশ্রয়
এইটুকু শুধু চাই।

        *****

রচনাকাল -
১৯শে সেপ্টেম্বর ২০২৪