আনন্দ নেই, উচ্ছাস নেই
বিচার প্রহসন -
উৎসব এখন উৎ-শবে পরিণত
মিছিলে নারীরা ক্রমশ প্রতিবাদী হচ্ছে।
অন্ধ দেবতার ঘুম ভাঙে না
উৎসবে আলোর রোশনাই নেই
অভিমান কাব্য হয়ে যায় -
বিষাদ গিলে খাচ্ছে বিপন্ন সভ্যতা।
উৎসবে সামিল হতে ইচ্ছে করে না আজও
কান্নার শ্বেতপত্রে উৎ-শব লেখা হয় -
মিছিলে পদাতিক মানুষের দীর্ঘশ্বাস বড় কষ্টকর
বিচার চাইছে জনগণ, ন্যায় বিচার!!
*******
রচনাকাল -
১৩ই সেপ্টেম্বর ২০২৪