ভাঙা নৌকার মতো টালমাটাল জীবন
কোনো দিন সুস্থ রোদ্দুরের স্পর্শ পেলাম না
সবারই ইচ্ছে পূরণ হল
শুধুই আমার জন্যে বন্ধ সুখের দরজা।

বন্ধু বান্ধব আত্মীয় সব্বার যেন পাল তোলা নৌকা
আমার নৌকাটা মুখ থুবড়ে পড়ে আছে মোহনায়
আজীবন সেটাকে চালাতে পারলাম না
ইচ্ছে পূরণ করতে না করার অসহনীয় যন্ত্রণা।

জোছনার আলো পেয়েও ঘুম আসে না
হড়পা বানের মতো ভেসে গেছে আচমকাই
পড়ন্ত বিকেলে পোড়া সূর্যের বিবাগী রোদ্দুর
বসন্ত উঁকি মেরে চলে যায় ইচ্ছে পূরণ হয় না কখনও...

           ******

রচনাকাল -
২১শে ফেব্রুয়ারী ২০২৫