হাসি মুখে মেনে নিয়েছি সবকিছুই
তবুও প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হয় হৃদয়ের কক্ষপথ
বন্ধ্যা মাটির মতো অনুর্বর জীবনের সিঁড়ি
উপরে ওঠার আগেই শেষ হয়ে যায় সব অঙ্গীকার।

নতজানু হতে হতে মেরুদন্ড সোজা হয় না
থমকে দাঁড়িয়ে আছে বসন্তের দখিনা হাওয়া
বেঁচে আছি, এই কী বেঁচে থাকা?
জীবনের পরতে পরতে কান্নার উপনিবেশ।

এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে ছুটছে গ্রহ উপগ্রহ
মানুষ ছুটছে আরো জোরে, কক্ষপথ বেসামাল
তবুও চলার শেষ হয় না ...
গহীন অন্ধকারে ডুবে যাচ্ছে দারিদ্র্যের বসত।

            *****

রচনাকাল -
৭ই মার্চ ২০২৫