মেঘ কেটেছে শীত নেমেছে
এবার হবে মেলা
পৌষ মেলার ঘুম ভেঙেছে
হবে ছুটির খেলা।
শীতের রোদে শরীর গরম
ফসল কাটা শেষ
হাওয়ায় দোলে টগর গোলাপ
নেই ক্লান্তি ক্লেশ।
সবুজ প্রকৃতি উদার হাসে
ছন্নছাড়া মন
সর্ষে ক্ষেতের হলুদ ভুবন
প্রকৃতি আপনজন।
মানুষ মানুষের বন্ধু হলে
প্রকৃতির হবে না রোগ
শত্রু হয়ে কাটলে গাছ
বাড়বে যে দুর্ভোগ।
ভোরের শিশির দেয় ভিজিয়ে
হৃদয়ের উপকূল
শীতের শেষে বসন্ত দিন
সেই আশাতেই মশগুল।
*****
রচনাকাল -
২৭ জানুয়ারী ২০২৪