কুয়াশায় ঢাকা ছন্নছাড়া সংসার -
বেলা বাড়ছে তবুও সূর্যের দেখা নেই
ধোঁয়াশার মধ্যে হেঁটে যাচ্ছে এক দঙ্গল মানুষ।

শীতের বাতসে কাঁপন নেই
তবুও শীত শীত ভাব -
দুঃখটাকে লিখে রাখি বেহিসেবি খাতায়।

হাঁটু মুড়ে বসে আছি অনন্তকাল ---
বালুচর জুড়ে মরা ঝিনুকের কঙ্কাল
মানুষের কঙ্কাল শরীর কারুর চোখে পড়ে না।

কুয়াশার হাত ধরে হাঁটছে নগ্ন সময়
হৃদয়ের ক্ষত বিবর্ণ খামে তুলে রাখি
যদি কোনোদিন সুসময় আসে জীবনকে উপভোগ করতে চাই।

           ******

রচনাকাল -
২৮ ডিসেম্বর ২০২৩