রোদ্দুর ভেঙে ভেঙে হেঁটে চলেছে মানুষ
সামনে অনেক পথ -
অন্ধকার নামার আগেই পৌঁছতে হবে গন্তব্যে
জোনাকির আলোয় পথ হাঁটা যায় না।

দমকা হাওয়ায় হৃদয়ের সৈকত ডুবে যায়
চোরা কোটালে ফাটল ধরেছে -
বাঁধ মেরামত করা যায়
শরীরের ফাটল মেরামত করা যায় না।

ভুলে গেছি নিজেদের ঠিকানা
ছোট্ট জীবন হামাগুড়ি দেয় নীল অভিমানে
বন্দর থেকে বন্দর পেরিয়ে যায় মানুষ
তবুও হাঁটা শেষ হয় না অনন্তকাল ধরে।

         *******

রচনাকাল -
১৩ই মে ২০২৪