জানালার ঘষা কাঁচে সভ্যতা দেখি না
মুখ থুবড়ে পড়ে আছে অনাগত সুখ
ঠোঁটের কোণে মরা মাছের নিঃশব্দ আর্তনাদ।

ভাঙা কাঁচের টুকরো মাড়িয়ে যাচ্ছে মধ্যবিত্ত
ভাত নেই, বেঁচে থাকা কষ্টসাধ্য -
রক্ত ঝরছে তবুও খেয়াল নেই একটুও।

কাঁচ ভাঙার শব্দ শুনতে পাওয়া যায়
হৃদয় ভাঙার শব্দ শোনা যায় না
নিঃশব্দে বলিদান হয় হৃদয়ের বিস্তীর্ণ জলাভূমি।

পাঁজরের খাঁজে খাঁজে অভুক্ত অন্ধকার
যেন বন্ধুহীন পৃথিবীর বুকে ছন্নছাড়া সংসার
জীবন থেকে ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে মধ্যবিত্তের যৌবন।

           *******

রচনাকাল -
১৪ই জুন ২০২৪