শরতের রোদ্দুর ভিটেমাটি আগলে বসে আছে
তবুও শিশির বিন্দুর দেখা নেই
কাশফুলদের এখনও ঘুম ভাঙছে না।

ঈগল পাখির ডানা থেকে ঝরে পড়ছে ঘাম
আগমনী গানে তাল মেলাচ্ছে প্রজাপতির ঠোঁট
শরৎ মেঘ ভেসে বেড়ায় হৃদয়ের আঙিনায়।

মাটিতে শুয়ে আছে জীবিত কঙ্কাল
হৃদয়ের ছেঁড়া ক্যানভাসের মধ্যে ঘুণপোকার শব্দ শোনা যায়
দিগন্তের বারান্দায় নিঃশব্দে এসে দাঁড়ায় অলীক জোছনা।

ভোরের শিশির কান্না হয়ে ঝরছে নীরবে
সবার অলক্ষ্যে পুড়ে যায় রঙিন স্বপ্নের ঘোর
হৃদয়ের বালুচরে কোলাহল করে অর্ধমৃত মানুষের আর্তনাদ।

                ********

রচনাকাল - ২৩ সেপ্টেম্বর ২০২৩