চোখ দুটো ঢুকে গেছে রসাতলে -
বিবর্ণ রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে হৃদয়ের মাটি
দখিনা হাওয়ায় পলাশ বসন্ত খুঁজে পায়
রঙহীন জীবনে একটু রঙের পরশ।
চোখের কাজলে বসন্ত নেই
ভাঙচুর হয়ে যায় অনুর্বর উপত্যকা
দমকা হাওয়ায় উড়ে যায় সুখের জ্যোৎস্না
জীবনে বসন্ত উৎসব যেন নির্বাক খেলাঘর।
হৃদয়ের মাটিতে ঘুমায় পূর্বপুরুষ
মানুষ উৎসব করে মরা নদী কিনারে
সন্তান সন্ততি বেঁচে থাক হাজার বছর
দু'চোখে গজিয়ে উঠছে সভ্যতার কল্পতরু।
******
রচনাকাল -
১৩ই ফেব্রুয়ারী ২০২৫