গাছের মাথায় পড়ছে জল
ভিজে হচ্ছে আকুল
গলা শুকিয়ে যায় মানুষের
যতই হোক না ব্যাকুল।

অন্ধ সময় হাততালি দেয়
ভাঙন করেছে গ্রাস
শরীর ভিজিয়ে শান্তি পাবে
এ নয় পরিহাস।

ছন্দের জীবন হারিয়ে গেছে
শৈশবে ফিরতে চাই
মিঠে রোদ্দুরে যৌবন কাটে
এখন সে সব নাই।

জল থৈ থৈ ভালোবাসায়
সোনালী অতীত স্মৃতি
হৃদয় ভাঙা কান্না নিয়ে
জীবন হবে ইতি।

এ বৃষ্টি তো সে বৃষ্টি নয়
আছে জীবনে কষ্ট
অনাবৃষ্টি অতিবৃষ্টিতে
সুখই হবে নষ্ট।

     *****

রচনাকাল -
৪ঠা জুলাই ২০২৪