হৃদয়ের টানে সৈকত ডোবে
ভালোবাসা মরীচিকা
ভালোবেসে তুমি ঘর বাঁধেছ
লাগিয়েছ জয় টিকা।
কতদিন সুখ রাখবে বুকে
জানে অন্তর্যামী
দুটি হৃদয়ের সোহাগ নদীতে
ভালোবাসাটুকু দামি।
ভাঙা সংসার তবুও জীবন
পাশাপাশি শুয়ে থাকে
নষ্ট সময় সুখের মিছিলে
ভালোবেসে কাছে রাখে।
বাড়ছে বয়স হৃদয়ের টান
গভীর তত হয়
ঝড় তুফানেও ছাড়ে না হাত
ভালোবাসার নেই ক্ষয়।
একটা নারী একটা পুরুষ
মিলনের গান গায়
সঙ্গম শেষে ক্লান্ত হৃদয়
দুজনকে কাছে পায়।
*******
রচনাকাল -
২৪ ই মে ২০২৪