ভালোবাসার সুপ্ত নদীতে জলোচ্ছ্বাস
শরীরের আতসবাজি রঙমশাল হয়ে যায়
হৃদয়ের ঘ্রাণ থেকে জন্ম নেয় অলীক ভালোবাসা।
বিরহী বাঁশির সুরে হৃদয় পাগলপারা
বসন্ত দিনের প্রতিক্ষায় প্রহর গোনে দুটি মন
হৃদয়ের মোহনায় দাঁড়িয়ে আছে অনাগত সুখ।
ঈগল পাখির ঠোঁটে চুমু খায় হিমেল রোদ্দুর
হৃদয়ের বালুচরে সুগন্ধ ছড়ায় প্রেমিকের ওম
ভালোবাসার নদীতে সাঁতার কাটছে দুটি নীল তিমি।
ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন শোনা যায়
শীতের মরশুম, ফুলের শরীরে মধু ভরে গেছে
হৃদয়ের গভীর থেকে উঠে আসছে ভালোবাসার সৌরভ।
******
রচনাকাল -
২৭ নভেম্বর ২০২৩