স্বপ্ন পুড়ে নরকের পথ
জীবন হচ্ছে ছাই
কল কারখানা নিলাম হয়
দু'মুঠো অন্ন নাই।

হরতাল করে বন্ধ হয়
মানুষের বাঁচার পথ
সাইরেন বাঁশি বাজে না আর
কোথায় সোনার রথ?

থমকে গেছে জীবনের স্রোত
নীটফল শুধু শূন্য
শ্রমিক শ্রেণী কোনোদিন কী
করে নি কখনও পুণ্য!

হতাশায় কাটে শ্রমিক জীবন
তবুও হয় হরতাল
হরিনাম কীর্তন যতই করো
বাজবে না খোল করতাল!

আঁধার কেটে আলোর দ্যুতি
কখনও যাবে কী দেখা
নশ্বর জীবন থমকে গেছে
সবই কপালে লেখা।

         *****

রচনাকাল -
১০|১১|২০২৩