হাইরোড দিয়ে ছুটছে গাড়ি
যেন রকেট গতি
একটু ভুলেই যাবে জীবন
ফিরবে মানুষের মতি?

বড় বড় গাড়ি ছোটে
নেই মোটেও হুঁশ
অনেকেই দিচ্ছে আইন ফাঁকি
কেউ বা দিচ্ছে ঘুষ!

হাইরোডই বুকের পাঁজরে
কতো না কান্না কথা
জীবন মরণ খেলায় মাতে
বাড়ছে হৃদয়ে ব্যথা।

একটু যদি হয় বেসামাল
গাড়ির কটি চাকা
দু'চোখ জুড়ে নামবে আঁধার
বিশ্ব ভুবন ফাঁকা।

এই দুনিয়ায় কেউ কারো নয়
জীবন নিজের হাতে
হাইরোড হল মরণ ফাঁদ
ফল পাবে হাতেনাতে।

     ******

রচনাকাল -
২০শে জুন ২০২৪