ভালোবাসার উপকূল ভেঙে যায়
হৃদয়ের ক্ষত কেউ দেখতে পায় না
শরৎ রোদ্দুর গায়ে মাখছে শিউলি ফুল
সারস পাখির ঠোঁটে নীল সমুদ্র খেলা করে।
বয়সের সাথে সাথে ক্ষত বাড়ে -
হৃদয়ের বালুচরে কখন ঢুকে পড়েছে লোনা জল
ঘরে বাইরে ক্ষত ঢাকতে ঢাকতে সব্বাই ক্লান্ত
আগমনী গান শুরু হবার আগেই থেমে যায়।
অবুঝ ভালোবাসা নীল জোছনায় সোহাগ চায়
জীবনের বারান্দায় ঝড় ওঠে বারংবার
খোলামকুচির মতো ভেঙে যায় সবকিছু
হৃদয়ের ক্ষত বিবর্ণ খামে লেখা থাকবে চিরকাল।
*******
রচনাকাল -
২৯শে আগস্ট ২০২৪