1
শীত উধাও
আকাশে কালো মেঘ
কাঁপছে বুক।

     2
সোনালী ধান
মাঠে উপর হাসে
যাবে না ডুবে?

     3
এখন বৃষ্টি
ভাবতে ভয় করে
ফসল নষ্ট!

     4
বাঁচতে দাও
ঈশ্বর তুমি আছো
বিশ্বাস করি।

      5
দু'মুঠো অন্ন
চাই সবার জন্য
নিও না কেড়ে!

      *****