1
ধানের ক্ষেত
দুলছে হাওয়ায়
জুড়ায় চোখ।

2
হিমেল রোদ
শিশির ভেজা পথ
মাড়িয়ে চল।

3
সোনালী ধান
সুগন্ধে ভরে প্রাণ
নতুন ভোর।

4

চাঁদের আলো
ছড়ায় ধানের বুকে
মায়াবী রাত।

5

কৃষক হাসে
সব্বাই তাই হাসে
মাটির ঘ্রাণ।

     *****