আজ ফেসবুক দেখবো না
লিখবো না, পড়বোও না
মুক্ত বিহঙ্গের মতো আকাশ দেখবো
ফোন দেখতে দেখতে ঘাড় বেঁকে যাচ্ছে
শুধু আমার নয়, গোটা পরিবারের -
গোটা সমাজের ঘাড় বেকিয়ে দিচ্ছে আধুনিক সভ্যতা।
কতদিন আকাশ দেখি নি -
কতদিন মানুষের মুখটাও ভালো করে দেখি না
হায় রে সভ্যতা!
পাশাপাশি আছি, তবুও যেন কেউ কাউকে চিনি না
সব্বাই ফোন নিয়েই ব্যস্ত
রঙচটা দেওয়ালের মতো মানুষের অবয়ব
সম্পর্ক ক্রমশ ধূসর হয়ে যায়।
********
রচনাকাল -
৩১শে মে ২০২৪