ঘন কুয়াশা
দেখা যায় না কিছু
সবই ধোঁয়া।

   ২
সাদা চাদর
দিগন্তরেখা ঢাকা
বোবা প্রকৃতি।

   ৩
মাঘের শেষ
শীতের হবে ছুটি
গরীব হাসে।

    ৪
বৃষ্টির ছোঁয়া
পথ ভুলে হাজির
থমকে শীত।

    ৫
বসন্ত দিন
দুয়ারে কড়া নাড়ে
ঝরবে পাতা।

  *****