১
পুড়ছে মাঠ
সেদিন চৈত্র মাস
ঠা ঠা রোদ্দুর।
২
পুড়ছে মাটি
জীবন কুরুক্ষেত্র
ফসল নষ্ট।
৩
পুড়ছে রক্ত
বিবর্ণ কালো মুখ
সুখ অসুখ।
৪
পুড়ছে লাশ
জ্যান্ত কিংবা মরা
সব সমান।
৫
পুড়ছে জল
পুড়ছে ইতিহাস
ছাইই ছাই।
****
রচনাকাল -
৬ এপ্রিল ২০২৪