ম্রিয়মান গৃহহীন চাঁদের আলোয় বসে থাকি সারা রাত
ভালোবাসার নদীতে সাঁতার কাটছে পোয়াতি সময়
নীল রঙের রাত্তির পেরিয়ে জোছনা নামে।

অবস আঁধারে জোনাকির আলো ছড়িয়ে পড়ে
তবুও অন্ধকার কাটে না -
ভাঙা ভাঙা চাঁদের আলোয় ভালোবাসার কাব্য লেখা হয়।

নিঃশ্বাসে পুড়ে যায় হৃদয়ের ঘ্রাণ
জন্ম নেয় এক অলীক ভালোবাসার ওম
বৃষ্টি ভেজা অভিমান লুকিয়ে রেখো না আর।

গৃহহীন চাঁদের দেখা প্রতিদিন পাবে না
উজ্বল পূর্ণিমার আলোও হৃদয়ে বাসা বাঁধবে
ধীরে ধীরে শরীরের মধ্যে অন্য এক শরীরের উত্তাপ পাবে।

       ******

রচনাকাল -
২রা জুলাই ২০২৪