অহিংসার পূজারী বুদ্ধ
সব ধর্ম মিলেমিশে একাকার
চন্ডাশোক থেকে ধর্মাশোক ---
বুদ্ধম শরনম গচ্ছামি
যুদ্ধ শেষ, রক্তক্ষয়ী সংগ্রাম
মৃত্যু মিছিল, শোকস্তব্ধ বুদ্ধদেব।
ইতিহাসের পাতা ক্ষতবিক্ষত
এতো মৃত্যু, এতো রক্ত, জীবন বদলে দেয়।
হিংসা থেকে অহিংসার পথ
বাঁচার মন্ত্র একটাই -
বুদ্ধম শরনম গচ্ছামি।
******
রচনাকাল -
২ নভেম্বর ২০২৩