সীমান্তে দাঁড়িয়ে আছে শরতের মেঘ
মাটির গন্ধ ভেসে আসে কৃষকের শরীর থেকে
ধীরে ধীরে বেড়ে উঠছে গর্ভবতী ফসলের মাঠ।

ঝড় ঝাপটা সামলে নিয়ে সোনালী ধানের অঙ্গীকার করে
একঝাঁক সাদা বক দিগন্ত ছুঁয়ে উড়ে যায় নীল আকাশের কোলে
এক কুমারী জন্ম কীভাবে নারী হয় প্রকৃতির কাছে শেখা উচিত।

পথের দুধারে অযত্নে লালিত হয় কতো নাম না জানা ফুল
পায়ে মাড়িয়ে চলে যায় হাজার হাজার মানুষ
গর্ভবতী শরীরে কষ্ট আছে আবার সন্তান প্রতিপালনের সুখও আছে।

মেঘ বিকেলের আলোয় জীবন খুঁজে পায় কৃষক জননী
গর্ভবতী ফসলের কাব্য জননীরা অনুভব করে
শরদ উৎসব পেরিয়ে গেলেও সবুজ মাঠ সোনালী ধানের রূপকথার গল্প বলবে।

            ******
রচনাকাল - ২০ সেপ্টেম্বর ২০২৩