গরুর গাড়ি চলে না আর
চলছে টোটো অটো
মাটির রাস্তা হারিয়ে গেছে
গ্রামকে কোরো না খাটো।

মোটর গাড়ি ছুটছে সদাই
অভাব হয়েছে দূর
গ্রামের মানুষ শহরে গিয়ে
বাঁধছে সুখের সুর।

গরুর গাড়ি দেখে নি কেউ
এখন ওসব ব্রাত্য
ক্যানভাসে আঁকা ছবি দেখেই
ভাবছে এটা কি সত্য!

ক্যাঁচর কোঁচর শব্দ ওঠে
মাটির রাস্তা ফুঁড়ে
গরুর গাড়ি গরুর গাড়ি
থাকবে হৃদয় জুড়ে।

মানুষ এখন সভ্য হয়েছে
ভুলেছে অতীত দিন
কালের চাকা বনবন ঘোরে
তাক ধিনা ধিন ধিন।

     *****

রচনাকাল -
১৫ই জুন ২০২৪