১
গরম শুরু
শরীর বর্ণহীন
সুখে অসুখ।
২
ঘুরছে পাখা
তবুও ঘামে দেহ
মলিন হাসি।
৩
ঘুম আসে না
চাঁদও জেগে থাকে
নিশুতু রাত।
৪
গরীব মরে
সব ঋতুতে ঋণ
শোধ হয় না।
৫
কষ্ট কষ্টই
শীত গরম বর্ষা
কী এসে যায়?
*****