দুঃখটা গিলে খাচ্ছে গরীব
সুখটা ধনীদের একচেটিয়া
হাসির ফোয়ারায় তুফান ওঠে
গরীবের উঠোনে দারিদ্র্যের বসত চিরকাল।
শারদীয়া কোজাগরী দীপাবলি একে একে পেরিয়ে যায়
রংচটা পোশাকে প্রতিমা দেখে গরীবের সন্তান
হৃদয়ের বালুচর জুড়ে গভীর ক্ষত জ্বলজ্বল করছে।
প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালায় গরীব গৃহবধূ
তবুও দেবতা অনড় -
এতো ফুল পুজো সবই বৃথা।
মেরুদণ্ড নুয়ে যায় দুঃখ বইতে বইতে
কান্না মিছিল অব্যাহত ...
অমানিশার ভাঙাচোরা অন্ধকার ভেদ করে একটু আলো ছড়িয়ে পড়ছে হৃদয়ের বালুচরে।
*****
রচনাকাল -
০৪ নভেম্বর ২০২৩