অন্ধ বিকেল উন্মাদ মেঘ
ঈশান কোণ কালো
রঙচটা ঐ শরীরটাকে
করবে কী করে ভালো?
বৈশাখী দিন তপ্ত দুপুর
ঝরছে শুধুই ঘাম
রিক্ত মানুষ নিঃস্ব মানুষ
নেই শরীরের দাম।
উঠবে ঝড় ঘনীভূত মেঘ
সব্বাই পাবে স্বস্তি
রঙচটা ঐ শরীর নিয়ে
করবে নাকি মস্তি?
আসবে ঝড় এই আশাতেই
মানুষ পায় ভয়
ঝড় তুফানের ধ্বংস লীলায়
গরীবের নেই ক্ষয়!
ঝড় উঠলেই নষ্ট ফসল
উড়বে শুধুই ছাই
কষ্ট কাব্য থাকুক বুকে
একটু বাঁচতে চাই।
******
রচনাকাল -
১৫ই এপ্রিল ২০২৪