অন্ধ পথিক পথের ধারে
সারাদিন করে ভিক্ষা
দান ধ্যানে করবে পুণ্য
আছে ক'জনের শিক্ষা!
চাঁদের জোছনা হৃদয়ে পড়ে
সবাই কেমন মুগ্ধ
ধনী গরীব নেই ভেদাভেদ
কাউকে কোরো না দগ্ধ।
মানবতা বোধ আছে সবার
করো গরীবকে দান
জোছনা আলো ছড়িয়ে পড়ে
রেখো বংশের মান।
সুখের মিছিলে সামিল সবাই
গরীব ধুলোয় শুয়ে
ফিরেও চেয়ে কেউ দেখে না
কেউ দেখে না ছুঁয়ে।
দূর নীলিমায় স্বপ্ন ভাসাই
থাক ওরাও সুখে
হৃদয় বন্দর উজাড় করে
রেখো গরীবকে বুকে।
******
রচনাকাল -
১৯শে মার্চ ২০২৪